মফিজ উদ্দিন ভূঁইয়া নামে পুলিশের এক ওসির বিরুদ্ধে জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তিনি সাম্প্রতিক চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানা থেকে মুন্সিগঞ্জ সার্কেলে কর্মরত আছেন বলে জানা গেছে। প্রাথমিক অনুসন্ধানী প্রতিবেদনে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় জায়গা কিনে আধুনিক সুযোগ সুবিধাদিযু্ক্ত ‘ভূইয়া বাড়ি’ নামে ৮ তলা বহুতল ভবন, দেবিদ্বার উপজেলা সদরে ৫তলা বহুতল ভবন ও ভূইয়া কমিউনিটি সেন্টারের সন্ধান পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় মফিজ উদ্দিন ভূঁইয়ার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করে পর্যায়ক্রমে পদন্নতি পেয়ে ইন্সপেক্টর হন। ২০১৩ সালের ১১ই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় তদন্ত ওসি হিসেবে যোগদানের পর ২০১৪ সালের ২০শে ডিসেম্বর তৎকালিন সময়ের ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মনিরুজ্জামানের
নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আখাউড়া থানায় ওসি হিসেবে পদায়ন হন তিনি। এরপর ২০১৭ সালের ২৮শে অক্টোবর কসবা থানা থেকে জেলার সরাইল থানায়, ২০২২ সালের আগষ্টে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায়, ২০২৪ সালের ৫ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানায় এবং সর্বশেষ মুন্সিগঞ্জ সার্কেলে যোগদান করেন তিনি। জানা যায় তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন। সেই আয় থেকে তিনি প্রায় ৫/৬ বছর আগে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাধীন দক্ষিণ চর্থা এলাকায় ভূইয়া বাড়ি নামে ৮ তলা বহুতল ভবন নির্মাণ করেছেন। যার প্রতিটি ভবনে রয়েছে ৩টি করে মোট ২৪টি ইউনিট। ৮ তলার ছাদে রয়েছে আরও একটি ইউনিট। অথাৎ পুরো ভবনটিতে রয়েছে মোট ২৫টি ইউনিট। এছাড়াও ভবনটিতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধাদিসহ লিফটের ও ভাড়াটিয়াদের গাড়ি পাকিংয়ের আধুনিক সুযোগ-সুবিধাদি। সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর দক্ষিণ চর্থা এলাকায় রাস্তার উপরে গড়ে তোলা হয়েছে ওসি মফিজ উদ্দিন ভূঁইয়ার “ভূঁইয়া বাড়ি” নামে আধুনিক ডিজাইনের ৮তলা বহুতল ভবন। কথা হয় ওই বাড়ির কেয়ারটেকারের সঙ্গে আমাদের কেয়ারটেকার জানান, ২য় তলার ১টি ইউনিটে ওসি স্যার (মফিজ উদ্দিন ভূঁইয়া) পরিবার নিয়ে বসবাস করেন। স্যার চট্টগ্রামের ফটিকছড়িতে আগে পুলিশের চাকরী করেছেন। ১০-১৫ দিন পর মাঝেমধ্যে তিনি এখানে আসেন। ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ২ বছর থেকে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছি। যতটুকু জানি জায়গা কিনে ভবনটি নির্মাণ করা হয়েছে বছর ৫/৬ আগে। অনুসন্ধান বলছে- ওসি মফিজের কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত ৮ তলা বহুতল ভবন ছাড়াও জেলার দেবিদ্বার উপজেলা সদরে তাদের রয়েছে ৫তলা আরও একটি বহুতল ভবন ও ভূঁইয়া কমিউনিটি সেন্টার। এছাড়াও ওসির ব্যক্তিগত ব্যবহারের জন্য সাদা রংয়ের (ঢাকা মেট্রো-চ ৫৩-১৯১২) এবং স্ত্রীর ব্যবহারের জন্য পুলিশের স্টিকার যুক্ত কালো রংয়ের প্রাইভেট কারের (চট্টগ্রাম মেট্রো-গ ১৩-৫৫৯৬) খোঁজ পাওয়া যায়। জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে ওসি মফিজ উদ্দিন ভূঁইয়াকে একাধীক বার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেনি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত