1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকান ডাকাতি ব্যবসায়ীর মৃত্যু।

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

আশুলিয়ার নয়ারহাট এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত স্বর্ণ ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সে মারা যায়। এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে নয়ারহাট বাজারের নিজ দোকান থেকে বাসায় ফেরার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম দিলীপ কুমার দাস (৪৮)।

সে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের দুলাল দাসের ছেলে এবং নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ের মালিক।

পুলিশ জানায়, স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার দাস রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে ছিনতাইকারীরা কি পরিমাণ স্বর্ণ বা নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।

নিহতের ফুফাতো ভাই খোকন সরকার বলেন, রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে শাটার নামানোর সময় ৩ জন দুর্বৃত্ত তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। কিন্তু দিলীপ ব্যাগ না ছাড়ায় চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণ এবং টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। দিলীপের বুকে এবং চাপায় কোপানো হয়েছে। তার ফুসফুস কেটে গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণেই মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহতের স্ত্রী স্বরস্বতি দাশ বলেন, আমার স্বামী প্রতিদিন ৯টার মধ্যে বাসায় আসত। আজকেও বাসায় আসার সময় তাকে কুপিয়ে সঙ্গে থাকা ২০-২৫ ভরি স্বর্ণ এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল জানান, আহত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীকে বুকে বড় ক্ষত ছিল, গালের ডানে ক্ষত ছিল এবং পিঠেও ক্ষত ছিল। আমরা চিকিৎসা শুরু করেছিলাম, স্যালাইন এবং ওষুধ চলছিল, পরে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এর মধ্যেই সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আমরা ধারণা করছি অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সে মারা গেছে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আশপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। কে বা কারা এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বিষয়টি চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে আমাদের কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!