কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের আইন শৃংখলা বিষয়ে সচেতনতামূক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন। সভায় চলমান পরিস্থিতিতে জনগণের মধ্যে নানা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খোলামেলা আলোচনায় অংশ নেন থানা পুলিশ ও উপস্থিত জনগণ। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, চুরি, ডাকাতি, বাল্য বিবাহসহ সামাজিক নানা অসঙ্গতিপূর্ণ বিষয়ে জনগণকে সচেতন হওয়া ও এ সব বিষয়ে থানা পুলিশের পূর্ণ সহযোগিতার প্রদানের কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম। সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম তোতার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সহকারি অধ্যাপক আবদুল জলিল, সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, ইউপি সদস্য বেলাল হোসেন, যুবদল নেতা আব্দুল আলিম, সোহেল রানা প্রমূখ।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত