রবিউল ইসলাম চান্দিনা উপজেলা প্রতিনিধি
শুভ্রতা ছুঁয়ে থাকুক মননে, স্নিগ্ধ আলোয় জুড়িয়ে যাক দু'চোখ, প্রাণের সঞ্চার উদ্বেলিত হোক নতুন বছর। পুরনো দুঃখ, গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে চান্দিনার সর্বস্তরের মানুষ। প্রতি বছরের মতো এবারও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে আয়োজিত হয়েছে বাংলা বর্ষবরণ।
উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। ঐ আনন্দ শোভাযাত্রায় তরুণ-তরুণীরা হাতে ড্রাগন, মোরগ, মুখোশ, প্লেকার্ডসহ বাঙালির বিভিন্ন ঐতিহাসিকে ধারণ করে উল্লাসে মেতে উঠে। পহেলা বৈশাখে চান্দিনা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় বৈশাখী মেলা উদ্বোধনের পর ৮টায় বৈশাখী শুভাযাত্রা করেন। তারপর ৯টায় চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নূর, চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খান, কৃষি কর্মকর্তা মোঃ মোর্শেদ আলম ও চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক সহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পহেলা বৈশাখ উপলক্ষে চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তা-ইলিশ, মিষ্টি, দধি, আইসক্রিম দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত