1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

পটুয়াখালী ভার্সিটির, শিক্ষার্থীর মৃত্যু চিকিৎসার অবহেলার অভিযোগ এনে শিক্ষার্থীদের বিক্ষোভ।

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

দুমকি ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আসিক এর মৃত্যুর ঘটনায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ হাসপাতাল কম্পাউন্ডে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

সোমবার দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জনতা কলেজ মাঠে ফুটবল খেলার পরে আসিফ বন্ধুদের দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তবে শিক্ষার্থীদের অভিযোগ’ হাসপাতালে নিয়ে আসলেও জরুরি বিভাগ ও আইসিইউতে কোন ডাক্তার ছিল না। ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলেও সন্ধ্যা কিছু আগে আসিফ কে মৃত ঘোষণা করা হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো ভিসি ড. হেমায়েত জাহান জানান, নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ হাসপাতাল উপস্থিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. কাজী রফিকুল ইসলাম, পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন মোঃখালেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সহ সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি গন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!