1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

প্রতারক মনিরুল ইসলাম এর সন্ধান চায় ভুক্তভোগী নাজমা আক্তার।  

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

নোয়াখালী চৌমুনি চৌরাস্তায় বসবাস করেন রুহুল আমিনের মেয়ে নাজমা আক্তার সম্পর্ক করে বিয়ে করেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার পূর্বভাগ গ্রামের আঃ আলীর ছেলে মোঃ মনিরুল ইসলাম কে এক বছর সম্পর্কের পরে গত ১৯/৮/২০২৪ এ শরিয়া মোতাবেক বিয়েতে আবদ্ধ হয়ে তাদের সংসার ভালোই চলছিল বছর খানিকের মত। কিন্তু গত কিছু দিন আগে অসহায় রুহুল আমিনের মেয়ে নাজমা আক্তার অভিযোগ করে বলেন বর্তমানে সে থানায় গিয়ে অভিযোগ করার মত অবস্থান ও তার নাই তার কারণ। অল্প অল্প করে জমানো দুই লক্ষ টাকা সহ তার স্বর্ণালংকার সবকিছু নিয়ে নিঃস্ব করে দেয় এই নাজমা আক্তার কে। পরিচিত সকলের কাছে খোঁজ খবর নিয়ে কোন সন্ধান না পেয়ে আমাদের শরণাপন্ন হয় নাজমা আক্তার, বর্তমানে নাজমা আক্তার তার সর্বোচ্চ হারিয়ে বহু কষ্টে জীবনযাপন করছেন এমন প্রতারককে বিয়ে করে নাজমা আক্তার এখন পথের ফকির। নাজমা আক্তার এর সাথে কথা বলে জানা যায় বর্তমানে এক বেলা খেলে অন্য বেলা খেতে পারেনা নাজমা আক্তার, জমানো যা কিছু ছিলো সব এখন মোঃ মনিরুল ইসলাম নিয়ে গেছে আইনিভাবে পদক্ষেপ নেওয়ার মতো অবস্থা নাই তাই সে সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়। হয়ে জানান আপনাদের মাধ্যমে দেশ বিদেশে সকল ধরনের খবর আমরা দেখতে পাই আমি জীবনে একটা ভুল করেছি সেটার সমাধান চাই আপনাদের মাধ্যমে আপনাদের নিউজ দেখে যদি কোন হৃদয়বান ব্যক্তি আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে হয়তো আমি এই প্রতারককে খুঁজে পাব আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই তবে এই প্রতারক যেন আমার মত অন্য কাউকে এভাবে না ঠকাতে হতে পারে সেই কারণে আপনাদের কাছে আসা আমি আশা করব আপনাদের এই নিউজ যে যেখান থেকে দেখবেন সবাই আমাকে ছোট বোন মনে করে কেউ নিজের মেয়ে মনে করে নিউজটি শেয়ার করবেন তাহলে হয়তো এই প্রতারককে খুঁজে পাওয়া সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!