ডেক্স রিপোর্ট
কুমিল্লা বরুড়ায় দেদারসে চলছে অবৈধ ড্রেজার মেশিন এলাকাবাসীর অভিযোগ তথ্য দিয়ে লাভ কি? নিচ্ছে না কোন ব্যবস্থা। এ বিষয় তথ্য সরজমিনে আদ্রা ইউনিয়ন কাকৈরতলা পাটোয়ারী বাড়ির সামনে গেলে মিলে ভিন্ন চিত্র। নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন এখানে এ মেশিন চালু হওয়ার পর থেকে কত সাংবাদিক পুলিশ আসছে তারা এসে আবার চলে যায় এর কারণ কি সেটা আমরা জানিনা,
এ সময় প্রতিবেদক প্রশ্ন করেন উপজেলা প্রশাসন কে অবগত করছেন কি না তিনি সাথে সাথে উত্তর দিয়ে বসেন আমাদের মত মানুষ উনাদের কে whatsapp এ নক দিলে মেসেজ দেখার সময় আছে?, এ সময় আবুল হোসেন নামের এক ব্যাক্তি এসে প্রতিবেদকর সাথে উচ্চস্বরে বলেন আপনার এখানে কি কাজ আপনার এখানে কোন দরকার আছে তখন প্রতিবেদক বলেন আমার কাজ আছে দেখে আমি আসছি কিন্তু আপনি আমার উপর রাগ হওয়ার কারণ কি? ।
তখন আবুল হোসেন বলেন এখানে আপনার মত বহু লোক আসছে কোন কিছু করতে পারেনাই আর পারবেনা কারণ আমরা উপর থেকে সব কিছু ঠিক করে নিয়ে আসছি কোন কিছু জানার থাকলে উপরে কথা বলেন, এ সময় প্রতিবেদক বলেন উপর টা কে এই বিষয় টা একটু ক্লিয়ার করেন তখন আবুল হোসেন বলেন আপনাদের উপরে যারা আছে আপনারা ফোন দিলে যারা আসবে তাদের সাথে কথা বলেন।
পরে প্রতিবেদক তৎক্ষণিক বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু- এমং মারমা মং কে এ বিষয় অবগত করলে তিনি জানান ব্যবস্থা নিচ্ছি কিন্তু ২২ মার্চ রোজ শনিবার বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিটে অবগত করার পরে নিউজ আপলোড করার আগ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয় নাই।
অন্যদিকে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান যে পরিমাণে ড্রেজার বেকু এখন চলমান কিছুদিন পরে হয়তো আমাদের এদিকে খাদ্য সংকট দেখা দিবে আর না হয় সবকিছু তলিয়ে যাবে আমরা কার কাছে বিচার দিব আমরা নিরুপায় আমাদের কিছু করার নেই আমরা চাই জেলা প্রশাসক মহোদয় আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন তাহলে হয়তো ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এখন পরিশেষে প্রশ্ন রয়ে গেলে এ উপর মহল টা কে?।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত