1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

দুমকী উপজেলায়, এক বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ।

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, এক বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ, হত্যাকারি মির মনির আটক করেছে জনতা।এলাকাবাসী ও পুলিশ জানায়, ১৯ এপ্রিল দিবাগত রাত ১২ টার পরে সিরামপুর নিবাসী মৃত্যু হোসেন মিরার সেলে, গাঁজা সেবনকারী মির মনিরুজ্জামান মনির ( ৪৫) তার নানা বাড়ির, দূর সম্পর্কের বৃদ্ধ নানিকে গাঁজা সেবনকরে মাতাল অবস্থায়, টাকা চেয়ে না পেয়ে, পিয়ারা বেগম ( ৯০) কে গলা চেপে হত্যা করে, এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, পিয়ারা বেগম কে পুলিশ পোস্টমর্টেম এর জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে আর মনিরকে জনতা ধরে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করে। মনিরের বিরুদ্ধে দমকি থানায় ভাবতাম আমরার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। মনের ইতিপূর্বে তার বিরুদ্ধে অনেক মামলা আছে এবং ওগো বিভিন্ন অঘটন ঘটিয়েছে,গাজা সেবন করার জন্য স্ত্রীর সাথে বলিব না না হয় তালাক হয়েছে, পরে আরো একটি বিবাহ করেছে বলে জানা যায়। সে বিবাহ ঝামেলা চলছে বলে এলাকাবাসি জানায়। জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি উপজেলা ( পটুয়াখালী,) প্রতিনিধি, ফোন নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪। ২০,৪,২৫।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!